প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫
পদোন্নতি প্রক্রিয়া ত্বরান্বিতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে প্রতিনিধি দলের আলোচনাা
নিজস্ব প্রতিবেদক ||
আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব পদে পদোন্নতির বিষয়টি নিয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।প্রথমে প্রতিনিধিরা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে পাঠানোর উদ্যোগ নেওয়ায় নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।পরবর্তী সময়ে প্রতিনিধি দল মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উনি অধিশাখা) মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির কার্যক্রম স্থগিত থাকায় দ্রুত অনুমোদনের অনুরোধ জানান নেতৃবৃন্দ। যুগ্মসচিব মহোদয় বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং অল্প সময়ের মধ্যেই পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস দেন।সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আবদুল খালেক, মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কামাল, সেলিনা আক্তার, শামিম আহসান, হুমায়ুন কবির ও কবির উদ্দিন।এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মাহে আলম, মহাসচিব মোহা. সালাহউদ্দীন এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো. হান্নান সরদার, আবদুল কালাম ও আ. হাই হাবিবসহ অন্যান্য প্রতিনিধিরা।আলোচনাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শতাধিক কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৫ দৈনিক রেলওয়ে বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত