প্রিন্ট এর তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুা
||
জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মন্টু সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার সকাল পৌনে দশটার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ভালকি রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক ওই ইউনিয়নের চক রোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ভালকি রেল সেতু এলাকার পশ্চিম পাশের মাঠে বাবাকে ভাত দিতে যান মন্টু সরদার। বাবাকে ভাত দিয়ে ফেরার পথে ভালকি রেল সেতু পার হয়ে বাড়ি ফেরার সময় সেতুর উপরে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ তিতুমীর এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রেল লাইন থেকে পাশে ছিটকে পড়েন ওই যুবক। মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রেললাইন থেকে তুলে বাড়ি নিয়ে যান।প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ঘটনার সময় আমি লাইনের কিছুটা দূরে বসে ভাত খাচ্ছিলাম। ছেলেটি বাবাকে ভাত দিয়ে ফিরে যাওয়ার সময় রেল ব্রিজের উপরে উঠলে ট্রেন দেখে তাকে আমরা ডাকাডাকি করি। কিন্তু সে কানে শুনতে পায়নি। ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৫ দৈনিক রেলওয়ে বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত