প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ রেলওয়ে গার্ড’স কাউন্সিল চট্টগ্রাম শাখার উদ্যোগে নুরুল আমীন চৌধুরীর বিদায় সংবর্ধনাা
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ রেলওয়ে গার্ড’স কাউন্সিল চট্টগ্রাম শাখার আহ্বায়ক জনাব নুরুল আমীন চৌধুরীর শেষ কর্মদিবস উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গার্ড’স কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের জিএম (পূর্ব) জনাব সুবক্তগীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএম (পূর্ব) জনাব মোহাম্মদ মাহবুব রহমান, ডিআরএম জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, ডিটিও জনাব আনিসুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন আরএসকেএস-এর যুগ্ম সম্পাদক জনাব সাহেদ আলী, বিআরইএল চট্টগ্রাম স্টেশন শাখার সভাপতি জনাব মোশাররফ হোসেন রাসেদ, সেক্রেটারি জনাব শাহাদাত হোসেন খন্দকার, চট্টগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার জনাব আবু জাফরসহ গার্ড’স কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ড’স কাউন্সিল চট্টগ্রাম শাখার আহ্বায়ক জনাব আবদুল আখের অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব ওমর ফারুক লিটন (গার্ড-১, চট্টগ্রাম)।বক্তারা বিদায়ী আহ্বায়ক নুরুল আমীন চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে বলেন, তিনি সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে গার্ড’স কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর কর্মময় জীবনের অভিজ্ঞতা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের রেলওয়ে কর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।শেষে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৫ দৈনিক রেলওয়ে বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত